টেকনাফের প্রবীণ বিএনপি নেতা আলী আহমদ আর নেই
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৩-০৯-২০২৪ ০১:৩৮:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:৪৭:২৬ অপরাহ্ন
কক্সবাজার জেলা বিএনপির অর্থ-সম্পাদক আলহাজ্ব মো. আবদুল্লাহ'র পিতা টেকনাফ উপজেলার প্রবীণ বিএনপি নেতা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আহাম্মদ না ফেরার দেশে চলে গেছেন। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন'।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদে জুমা ২টা ৩০ মিনিটের সময় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করে মরহুমের কনিষ্ঠ পুত্র টেকনাফ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ সময়ের কন্ঠস্বরকে বলেন, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে টেকনাফ উপজেলা ও পৌরসভা বিএনপির অংঙ্গসংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতা করেছেন। আমার বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার জেলা বিএনপির অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমার মরহুম পিতা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত সৈনিক হিসাবে আমাদের তিন ভাইকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি তার মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে টেকনাফের প্রবীণ বিএনপি নেতা মৃত্যুর খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব ফেইসবুক টাইমলাইনে শোক প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স