ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ১২:০২:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৮:৪৬:২২ অপরাহ্ন
সাতক্ষীরা সীমান্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক কে‌জি ৪৮৩ গ্রাম ওজনের ১১টি স্ব‌র্ণের বারসহ মো. জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক মো. জাকির হোসেন ভোমরা লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌বি‌জি‌বির ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল লক্ষ্মীদাড়ী সীমান্তে অবস্থান নেন। সেখানে বাংলাদেশি নাগরিক মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

 সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ