পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৫-০৯-২০২৪ ১২:২৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:৪১:১৩ অপরাহ্ন
ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে আলোচনা করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।এর আগে, শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা আসে।
এই প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে তিনি একই দিন বিকেলে ঢাকায় পৌঁছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স