মোদির সাথে না হলেও শাহবাজের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৬-০৯-২০২৪ ০৯:০৫:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৪ ০৯:০৫:১১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নীরবে কাজ করছে পাকিস্তান ও বাংলাদেশ। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ঘটনাটি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নত করার ‘দরজা’ খুলে দিয়েছে।
গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশের বাইরে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন ড. ইউনূস। অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের তরফে। কিন্তু ভারতের তরফে তা নিশ্চিত করা হয়নি।
এ অবস্থায় অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে।
আর এ বৈঠক হলে তা হবে বহু বছরের মধ্যে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স