ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মধুসূদনের স্মৃতিবিজড়িত সেই কাঠবাদাম গাছটি উপড়ে গেছে

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ০১:১০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৮:৩৯:৪৮ অপরাহ্ন
মধুসূদনের স্মৃতিবিজড়িত সেই কাঠবাদাম গাছটি উপড়ে গেছে
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটি ঝড়ে উপড়ে পড়েছে। যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের পাড়ে ওই কাঠবাদাম গাছটি ছিল।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে টানা বৃষ্টির মধ্যে আকস্মিক ঝড়ে গাছটি নদপাড়ের সড়কের ওপর উপড়ে পড়ে। গাছটি উপড়ে পড়ার খবরে এলাকার মধুভক্ত মানুষ সেটি রক্ষার দাবি জানিয়েছেন। গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর। সাগরদাঁড়ির ডাকবাংলোর কেয়ারটেকার শাহাজাহান আলী বলেন, গাছটি পড়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দেখতে ভিড় করছেন। মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটি রক্ষার জন্য এলাকার মানুষ দাবি জানিয়েছেন। সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, রোববার মুষলধারের বৃষ্টির ভেতর ঝড় শুরু হলে কাঠবাদাম গাছটি উপড়ে পড়ে যায়। প্রতিবছর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় আসা পর্যটকরা ওই গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তোলাসহ মহাকবিকে স্মরণ করতেন।

উল্লেখ্য, এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঠবাদাম গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর। কালের সাক্ষী হয়ে কবির স্মৃতি ধারণ করে আসছিল ওই কাঠবাদাম গাছটি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ