মক্কায় প্রাণ গেল ৪৮ বছর বিনা বেতনে ইমামতি করা মাওলানার
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২১-০৯-২০২৪ ০২:০৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:৩৩:২৭ অপরাহ্ন
চার দশক বিনা বেতনে ইমামতি করা সেই ইমাম ওমরাহ পালন করতে গিয়ে পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ইমামের নাম মাওলানা মো. সিরাজুল ইসলাম (৭৬)।
তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসিন্দা এবং তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন।
জানা যায়, সিরাজুল ইসলাম ৪৮ বছর ইমামতি করেছেন। ২০২৩ সালের মার্চে ৭৫ বছর বয়সে তিনি অবসর নেন। এর মধ্যে প্রায় চার দশক তিনি বিনা বেতনে ইমামতি করায় বিদায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন।
সিরাজুল ইসলামের ছোট ছেলে আকিকুল ইসলাম বলেন, আব্বা নবীজির বাড়ির কাছেই গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। আব্বার কাছে তখন পাসপোর্ট না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারে না। পরে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে বিষয়টি হজ এজেন্সিকে জানায় পুলিশ। জাঙ্গালীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম বলেন, হুজুর খুবই ভালো মানুষ ছিলেন। উনার মতো ধার্মিক মানুষ এ যুগে পাওয়া কঠিন। আল্লাহ হুজুরকে জান্নাত দান করুক। হজ এজেন্সি ও পরিবার সূত্রে জানা যায়, আগামী সোমবার মক্কা নগরীর জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে মাওলানা সিরাজুল ইসলামের মরদেহ দাফন করা হবে।
কিশোরগঞ্জ,পাকুন্দিয়া,ইমাম
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স