ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৭২ ঘণ্টার অবরোধের মধ্যেই পাহাড়ে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২১-০৯-২০২৪ ০২:১৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৪ ০২:১৭:০৫ অপরাহ্ন
৭২ ঘণ্টার অবরোধের মধ্যেই পাহাড়ে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। এদিকে চলমান পরিস্থিতিতে শনিবার (২১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

 সকালে তেজগাঁও পুরানা বিমানবন্দর থেকে ছেড়ে গেছে উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার।সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। 

এদিকে, যানবাহনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকাল খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়।

 এ ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে এ পর্যন্ত নিহত হন চারজন। পরে সংঘাত এড়াতে দুই পার্বত্য জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ