কাজ থেকে একটু দূরে ছিলাম
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
২৩-০৯-২০২৪ ০৭:৫৫:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৪ ০৭:৫৫:২২ অপরাহ্ন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি। একটা সময় নাটক মানেই ছিল তার উপস্থিতি। কাজ করেছেন নাটক ইন্ডাস্ট্রির বড় বড় তারকার সঙ্গে।
এরপর হুট করেই চলে যান আড়ালে। আগের মতো সেভাবে আর দেখা যায় না অভিনয়ে। তবে এক বছর ধরে আবারও অল্প কিছু কাজের মাধ্যমে বিনোদনজগতে নিয়মিত হয়েছেন তিনি। হাতে রয়েছে তার বেশ কিছু কাজ। যার মধ্যে রয়েছে ওটিটিও।
শায়লা সাবি নিজের অভিনয়ের বিরতি ও নতুন কাজ নিয়ে ভাবনার বিষয়টি নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। তিনি জানান, অভিনয়ের বিষয়ে সবসময়ই তার ভালোবাসা ছিল ও আছে। যেই ভালোবাসা নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। কালবেলাকে শায়লা বলেন, ‘কাজের থেকে আমি একটু দূরে ছিলাম। তবে একবারে মিডিয়া ছেড়ে যাইনি। টুকটাক কাজ করতাম। তবে সেভাবে নাটক করা হয়নি। এখন করছি, দর্শক আমাকে আবারও অভিনয়ে নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমি ক্যারিয়ারের শুরু থেকেই কাজের প্রতি খুব সিরিয়াস ছিলাম। গল্প প্রাধান্য দিয়ে কাজগুলো করতাম। এখনো সেটি বজায় থাকবে। কারণ গৎবাঁধা কাজ করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তাই সামনের দিনগুলো বেছে বেছেই কাজ করে যাব।’ এ সময় শায়লা তার বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন। জানান, ওটিটি প্ল্যাটফর্ম নিয়েই এখন ব্যস্ত থাকবেন।
এ অভিনেত্রী বললেন, ‘কাজের প্রতি আমার ভালোবাসা সবসময়ই, নির্মাতাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। কারণ আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা জানে অভিনয় আমি কতটা ভালোবাসি। সে কারণেই নির্মাতারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। এখন আমার হাতে বেশ কিছু ওটিটি প্রজেক্ট আছে। যেগুলো ওয়েব ফিল্ম। এ কাজগুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। আমার নির্মাতার বারণ রয়েছে। তবে হ্যাঁ, আমি যে চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছি, এমন চরিত্রে শায়লাকে দর্শক আগে দেখেনি। অপেক্ষায় থাকুন, ভালো কিছু আসছে।
অনেক দিন থেকেই পর্দায় নেই শায়লা সাবি। মাঝেমধ্যে অভিনয়ে ফিরলেও আবার হুট করে আড়ালে চলে যান। আড়ালে যাওয়ার আগে তিনি জুটি বেঁধে অভিনয় করেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, আবদুন নূর সজল, খায়রুল বাশার ও তৌসিফ মাহবুবের মতো তারকার সঙ্গে।
তার অসংখ্য জনপ্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—লাল গোলাপের নিঃসঙ্গতা, ভালোবাসার শেষ পুরস্কার, কাছে আসা, আই লাভ ইউ, লাভ স্কাউট, লেট মি ডাই, লন্ডন প্রবাসী, সিঙ্গেল, সমীকরণ, বিবাহ করিতে চাই না, সাইকেল বালিকা ইত্যাদি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স