নিরাপত্তা পর্যবেক্ষণ করে বিসিবিকে যা জানাল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৪-০৯-২০২৪ ১২:১৮:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:২৮:২১ অপরাহ্ন
অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা দলের। আসন্ন সেই সিরিজে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আর এই সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেছেন তারা। এরপর আজ সোমবার সকালে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখে দক্ষিণ আফ্রিকার সেই প্রতিনিধি দল। এই দলের সঙ্গে মাঠ পরিদর্শন শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমের মুখোমুখি হন।
এ সময় নাফীস বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে, এটা শুধু বোর্ডের থাকে না। সরকার, মানুষ দায়িত্ব নেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত ২ দিনের প্রোগ্রামের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বোর্ড-সরকারি এজেন্সির নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো সংশয় থাকবে না, ইনশাআল্লাহ। নাফীসের বিশ্বাস দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষক দল সন্তুষ্ট হয়েছেন নিরাপত্তা ব্যবস্থা দেখে, 'আমি যতটুকু কথা বলে বুঝেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিসিবি, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব, ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স