ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে থাপ্পড়ে প্রাণ গেল বৃদ্ধের
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২৪-০৯-২০২৪ ০৮:২২:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:২৭:৩৬ অপরাহ্ন
নেত্রকোনার পূর্বধলায় মসজিদে ফজরের নামাজে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের চড়-থাপ্পড়ে হাসিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
হাসিম উদ্দিন একই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মসজিদে অনুপস্থিত থাকলে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন ঐ গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক।
আজ মঙ্গলবার তিনি ফজরের নামাজ পড়াতে আসলে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান আজিজুলের পেছনে নামাজ পড়বে না বলে জানায়। এক পর্যায়ে আজিজুল নামাজ পড়ানোর পর মসজিদ প্রাঙ্গণে এ নিয়ে আজিজুলের বাবা হাসিম উদ্দিনের সঙ্গে তারই চাচাত ভাইয়ের ছেলে শাহজাহানের কথা কাটাকাটি শুরু হয়। কথাকাকাটির এক পর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে থাপ্পড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধিনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স