ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে মনে করে,প‌রে দেখে গা‌ড়ির মাথা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৫-০৯-২০২৪ ০৩:০৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৭:৫৯:১৯ অপরাহ্ন
ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে মনে করে,প‌রে  দেখে গা‌ড়ির মাথা
টাঙ্গাইলের ভূঞাপু‌রে একই দি‌কে যাওয়া দুটি বা‌স প্রতি‌যো‌গিতা করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসতঘ‌রের ওপর প‌ড়েছে। এতে আব্দুল হা‌লিম (৫৫) নামে এক পথচারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছেন অন্তত ১০ জন। 

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহত আব্দুল হা‌লিম কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়ে তার দোকান রয়েছে। ঘ‌রের মা‌লিক সোলায়মা‌নের পুত্রবধূ শার‌মিন আক্তার ব‌লেন, সকালে ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। হঠাৎ ব‌্যাপক শব্দ হয়। ভে‌বে‌ছিলাম ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌রে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মান‌ুষজন এসে উদ্ধার ক‌রে। শিশু সন্তানটা দূরে ছিল বিধায় দুর্ঘটনা থেকে রক্ষা পে‌য়ে‌ছে। এছাড়া অপর পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিলেন। তিনি ওই ঘ‌র ভে‌ঙে আহত হ‌য়ে‌ছেন। 

কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি হচ্ছিল। হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে দেওয়ার সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। ‌এছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের ওপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন। 
প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেলস ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মে দুটি যাত্রীবা‌হী বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসতঘ‌রের ওপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ি ও পুত্রবধূ আহত হন। 

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হ‌য়েছে। এছাড়া ক‌য়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ