এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিলো রিয়াল
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৫-০৯-২০২৪ ০৮:৩২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৭:৫৭:৩৪ অপরাহ্ন
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে শুরুটা মনের মতোই পেয়েছেন কিলিয়ান এমবাপে। সর্বশেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড গোল পেয়েছেন। এরই মাঝে স্প্যানিশ জায়ান্টদের ম্যাচে গতকাল (মঙ্গলবার) আলাভেসের বিপক্ষে চোট পেয়েছেন এমবাপে। যা তাকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে।
লস ব্লাঙ্কোসদের হয়ে আলাভেসের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। শেষ পর্যন্ত রিয়াল ৩-২ গোলে ম্যাচ জিতে।
তবে বাঁ পায়ে অস্বস্তির কারণে ৮০ মিনিটেই এমবাপেকে বদলি হিসেবে তুলে ফেলেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও তখন সেই চোটকে অতটা গুরুত্ব দেননি রিয়াল বস। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (বুধবার) এই তারকার চোট গুরুতর বলেই ক্লাব মেডিকেল টিম জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স