ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মামলা ও শেয়ারবাজার ইস্যুতে মুখ খুললেন সাকিব

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৭:৫৭:১৭ অপরাহ্ন
মামলা ও শেয়ারবাজার ইস্যুতে মুখ খুললেন সাকিব
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতায় প্রথমবারের মতো আসামির তালিকায় এসেছে বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টারবয়’ খ্যাত সাকিব আল হাসানের নাম। 

শুধু মামলা নয় সম্প্রতি শেয়ারবাজার কারসাজির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এই বিষয়গুলো নিয়ে মুখ খুললেন এই ক্রিকেটার।

সাম্প্রতিক বিতর্ক নিয়ে সাকিব বলেন এই ধরনের পরিস্থিতিতে খেলাটা কঠিন। আমি কীভাবে সবকিছু সামলাচ্ছি, সেটা আল্লাহই জানে। আমার নামে মামলা হয়েছে, এটা করার অধিকার সবারই আছে। আপনারা সবাই জানেন, এটা কেমন মামলা। কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম বা আমার কাজ কি ছিল। এটা নিয়ে ‍খুব বেশি কিছু বলতে চাই না। 

শেয়ারবাজার কারসাজির অভিযোগ প্রসঙ্গে এই ক্রিকেটার আরও বলেন আমার জীবনে আমি কোনোদিন নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি বলে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি; আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। এগুলো যার যেটা ইচ্ছে করতেই পারে। 

জিনিসগুলো গুছিয়ে করলে হয়তো আমার জন্য মানসিকভাবে আরেকটু ভালো হতো। কারণ মিথ্যা অভিযোগগুলো আমার কাছে মনে হয় না খুব ভালো কোনো বার্তা দেয়। আমি যেহেতু কোনো ট্রেডই করিনি, সেটার অভিযোগ আনাটা খুব একটা যৌক্তিক বলে মনে হয় না। 

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একই শেয়ারে কারসাজির জন্য শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুসহ আরও ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকায় একটি হত্যা মামলা হয়। আন্দোলন চলাকালে সাকিব দেশে না থাকায় এ মামলার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ