ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের দেশে খেলতে আসা প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ

সাকিবকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
সাকিবকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির
শুক্রবার থেকে শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের ২য় ও শেষ টেস্ট খেলবে সাকিব আল হাসান।

 বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতে কানপুরে এক সংবাদ সম্মেলন ডেকে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে সাকিব জানিয়েছেন, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান।

এরপরই এ বিষয়ে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির। 

তিনি আরও বলেন নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না পুলিশ না  র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। 

বিসিবি সভাপতি বলেন সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি।

সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ