ত্রিশালে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২৭-০৯-২০২৪ ০৬:৪০:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৭:৫৩:৪৩ অপরাহ্ন
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবেশে রাব্বী মিয়া (১৩) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের লোমহর্ষক ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদীর তীর থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘাতক ও ছিনতাইকারী মাজাহারুল ইসলাম অন্তরকে (২০) গ্রেপ্তার করেছে ত্রিশাল পুলিশ। আটক অন্তর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা গোইলাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল হেলিমের ছেলে।
নিহত রাব্বী একই উপজেলার সরিষা ইউনিয়নের গোয়ালকান্দি এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মদ জানান, বৃহস্পতিবার যাত্রীবেশে ঈশ্বরগঞ্জ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি ভাড়া নেন অন্তর। পরে ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদীর তীর এলাকায় এসে পূর্বপরিকল্পিতভাবে চালককে খুন করে অন্তর। পরে সেখানে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে সাইনবোর্ড বাজারে যান অন্তর। অটোরিকশা থেকে ব্যাটারি নামানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে জিজ্ঞাসাবাদে অন্তর ঘটনার সত্যতা স্বীকার করলে তার দেখানো স্থান থেকে নিহত রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স