ভারতে তথ্য পাচার সন্দেহে সীমান্তে ২ যুবক আটক
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৩-১০-২০২৪ ১২:৫৪:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৭:৪৩:২৯ অপরাহ্ন
লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতে তথ্য পাচার সন্দেহে আরিফুল ইসলাম আরিফ ওরফে সাবু (২৪) ও মোতাহারুল ইসলাম (৪৫) নামে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (২ অক্টোবর) সকালে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) পিএম মামুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম সোটারিপাড়া সীমান্ত মেইন পিলার ডিএএমপি ১১১৯-এস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আরিফুল ইসলাম আরিফ ওরফে সাবু উপজেলার দহগ্রাম লোটারীপাড়া এলাকার নুরুল হাকিমের ছেলে ও মোতাহারুল ইসলাম একই উপজেলা কুচলিবাড়ি ইউনিয়নে দোলাপাড়া গ্রামের জসিমউদ্দিন ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার মো. ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে পানবাড়ি ও দহগ্রাম বিওপির বিশেষ টহলদল সমন্বিতভাবে মঙ্গলবার ভোরে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুচ্ছগ্রাম নামক স্থানে আরিফুল ইসলাম আরিফ ওরফে সাবু ও মোজহারুল ইসলামকে আটক করা হয়। পরে রংপুর ৫১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আজিম এবং দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত উল্লাহর উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই যুবকদের বিরুদ্ধে তথ্য পাচারকারী (ডুয়েল ইনফরমার) ও সীমান্ত সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন পানবাড়ি কোম্পানি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. ওয়াহেদুজ্জামান।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) পিএম মামুন রশিদ বলেন, বিজিবি দুই জনের নামে মামলা করে আটকদের থানায় হস্তান্তর করেছে। বুধবার আসামিদের লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স