রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসি তন্ত্র বিদ্যমান রয়েছে: জোনায়েদ সাকি..
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৪-১০-২০২৪ ০৭:৪০:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৭:৪০:৫৭ অপরাহ্ন
''ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে'' আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি'। শুক্রবার সকালে গাজীপুর জেলা পরিষদের মিলনায়তনে..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে। কিন্তু রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিতন্ত্র বিদ্যমান রয়েছে। ওই পুরোনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে। আজ শুক্রবার সকালে গাজীপুরে ''ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটি। গণ–অভ্যুত্থানের বড় অর্জন আওয়ামী ফ্যাসিতন্ত্রকে হারানো উল্লেখ করে অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শহীদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না।প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি আরও বলেন, সব বিভাজন দূর করে সব জাতিসম্প্রদায়ের মানুষ তথা ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এই রাষ্ট্র পার্থক্য করবে না, বৈষম্য করবে না। বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক''।
এই ভিত্তি ধরে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে লুটপাট দুর্নীতি ও দুঃশাসন স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ৫৩ বছরে বাংলাদেশ চলেছে সেভাবে আর চলতে দেওয়া হবে না। শ্রমিকদের নিয়মতান্ত্রিকভাবে দাবিদাওয়া তুলে ধরতে হবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টসে যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে সেখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে'।
গার্মেন্টস নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। শ্রমিকেরা যাতে সেই ষড়যন্ত্র বুঝে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে সে বিষয়েও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায় গাজীপুর জেলা কমিটির সংগঠক ফজলুল হক প্রমুখ। স্মরণসভাটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য লিটন হোসেন'।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স