শীতের বার্তা দিলো আবহাওয়া অফিস
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৪-১০-২০২৪ ১০:০৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৪ ১০:০৩:৪৩ অপরাহ্ন
উপকূলসহ সারা দেশে প্রচুর বৃষ্টি ঝরিয়ে মৌসুমি বায়ু বিদায় নেয়ার পথে। আগামী তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকার সতর্কবার্তাও দেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স