রাজধানীর ডেমরার পাইটি এলাকায় পুকুরে ওজু করতে গিয়ে পানিতে ডুবে নিলুফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ডেমরা থানার পাইটি এলাকার মোস্তফা কামালের স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী মোস্তফা কামাল জানান, আমার স্ত্রী দুপুরের দিকে বাড়ির সামনে পুকুরে ওজু করতে গিয়েছিল। ঘাটে ওজু করার সময় অসাবধানতাবশত পানিতে পা পিছলে পড়ে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসককে জানান— আমার স্ত্রী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী মোস্তফা কামাল জানান, আমার স্ত্রী দুপুরের দিকে বাড়ির সামনে পুকুরে ওজু করতে গিয়েছিল। ঘাটে ওজু করার সময় অসাবধানতাবশত পানিতে পা পিছলে পড়ে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসককে জানান— আমার স্ত্রী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।