সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকদের নাম সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬)।
১৮ অক্টোবর শুক্রবার সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আনিসুল প্রথমে ট্যাংকে নেমে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাইফুলও ট্যাংকে নেমে যান। এরপর তাদের দুজনের সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আনিসুল রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে এবং সাইফুল ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তারা উভয়েই সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এই দুর্ঘটনা শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও নির্মাণ সেক্টরে সঠিক নিরাপত্তা ব্যবস্থার অভাবের বিষয়টি পুনরায় সামনে আনছে।