প্রেমের টানে সিরাজগঞ্জে ছুটে এলেন তুরস্কের যুবক মুস্তফা: মল্লিকার সাথে বিবাহে আবদ্ধ।
বাংলাদেশী তরুণী মল্লিকার প্রেমে পড়ে তুরস্কের যুবক মুস্তফা ফাইক ৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সিরাজগঞ্জে এসে তাকে বিবাহ করেন। গত রোববার (২ নভেম্বর) মুস্তফা বাংলাদেশে পৌঁছান এবং পরদিন, দুই পরিবারের সম্মতিতে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
মুস্তফা ও মল্লিকার পরিচয় তিন বছর আগে ইনস্টাগ্রামে, একটি সাধারণ ছবি পোস্টের মাধ্যমে। সেই ছবি দেখে মল্লিকার প্রতি আকৃষ্ট হন মুস্তফা। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং সম্পর্ক গভীর হয়। মুস্তফার বাংলাদেশে আগমনের পরপরই এই অনন্য প্রেম কাহিনী এলাকায় ছড়িয়ে পড়লে, আশপাশের মানুষ তাদের বাড়িতে ভিড় করতে থাকে।
মুস্তফা জানান, প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন এবং মল্লিকাকে বিয়ে করে আনন্দিত। তিন বছরের প্রেম বিয়েতে পরিণত হওয়ায় উভয় পরিবারের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। মল্লিকাও জানান, ভিসা প্রসেসিং শেষ হলেই তিনি তুরস্কে পাড়ি জমাবেন।
শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী জানান, মুস্তফা বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।