জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের ১৫০০ কপি বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় জহির রায়হান মিলনায়তনে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব এই বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানের আলো ছড়াতে এ উদ্যোগটি নেওয়া হয়।
অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় দুপুর ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পরে প্রধান আলোচক অধ্যাপক শায়খ মোখতার আহমেদ ইসলামের শিক্ষা ও কোরআনের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তিজীবন গঠনে এবং মানবিক মূল্যবোধ তৈরিতে কোরআনের ভূমিকা অপরিসীম। আল্লাহর প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে কোরআন অধ্যয়ন ও অনুসরণের বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথির বক্তব্যে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এই জীবনবিধান ধারণ করে আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে।"
আয়োজক প্রতিনিধি মো. মুহিবুল্লাহ বলেন, "আমাদের উদ্দেশ্য হলো নবীন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান ও সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়া। আশা করি, এই উদ্যোগ নবীনদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।"
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ, জাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।
অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় দুপুর ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পরে প্রধান আলোচক অধ্যাপক শায়খ মোখতার আহমেদ ইসলামের শিক্ষা ও কোরআনের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তিজীবন গঠনে এবং মানবিক মূল্যবোধ তৈরিতে কোরআনের ভূমিকা অপরিসীম। আল্লাহর প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে কোরআন অধ্যয়ন ও অনুসরণের বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথির বক্তব্যে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এই জীবনবিধান ধারণ করে আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে।"
আয়োজক প্রতিনিধি মো. মুহিবুল্লাহ বলেন, "আমাদের উদ্দেশ্য হলো নবীন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান ও সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়া। আশা করি, এই উদ্যোগ নবীনদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।"
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ, জাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।