বরিশাল বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার (১১ নভেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালের বাকেরগঞ্জের আইয়ুব আলী (৭৫) এবং বরগুনার পাথরঘাটার শাহজালাল (৪৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে মোট ৩৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজে ১২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ জনসহ বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা এবং ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে রোগীদের ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৩৮৫ জন। এর মধ্যে ৬,০০৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বাধিক ৩৪ জন মারা গেছেন।
বরিশাল বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে, যা নিয়ে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় জনগণের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে মোট ৩৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজে ১২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ জনসহ বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা এবং ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে রোগীদের ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৩৮৫ জন। এর মধ্যে ৬,০০৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বাধিক ৩৪ জন মারা গেছেন।
বরিশাল বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে, যা নিয়ে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় জনগণের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করেছে।