সেতাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তার গোডাউন, ফায়ারসার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ

আপলোড সময় : ১১-১১-২০২৪ ১০:০০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৪ ১০:০২:১৩ অপরাহ্ন

আজ ১১ নভেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায় সেতাবগঞ্জের সিনেমাহল রোডের একটি বস্তার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা দেখে আশেপাশের মানুষ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৮ হাজার বস্তা পুড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির শঙ্কা করা হচ্ছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের অন্য স্থাপনায় আগুন ছড়াতে পারেনি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক জানান, বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে এই আগুন লাগতে পারে বলে তার সন্দেহ। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : [email protected]

মোবাইল : +8801722328090