জর্জিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গিয়ে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জর্জি কালানদারিসাভিরর মুখে কালি ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এই ঘটনা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যা দেশব্যাপী আলোচনার কেন্দ্রে রয়েছে।
বিরোধী দলের নেতা ডেভিড কির্তাদজে ফলাফল ঘোষণার সময় হঠাৎ করেই নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারেন। এতে তার একটি চোখ আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পর বিরোধী নেতার এই কর্মকাণ্ডকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ক্ষোভের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
গত ২৬ অক্টোবর জর্জিয়ার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রাশিয়াপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি জয় লাভ করে। তারা ৫৩.৯ শতাংশ ভোট পেয়ে ১৫০ আসনের মধ্যে ৮৯টি আসনে বিজয়ী হয়।
বিরোধী দলগুলো নির্বাচনের পর থেকেই ফলাফল প্রত্যাখ্যান করে আসছে। তারা দাবি করছে, ক্ষমতাসীন দলটি নির্বাচনী জয় নিশ্চিত করতে বিভিন্ন কারচুপি ও চাপ প্রয়োগের আশ্রয় নিয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিরোধী দলগুলো বড় ধরনের বিক্ষোভ শুরু করে। তারা নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেছে। তবে কমিশন তাদের দাবিকে অস্বীকার করে বলেছে, নির্বাচনে কোনো কারচুপি হয়নি।
নির্বাচন কমিশনারের ওপর হামলার ঘটনা দেশটির রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলের এই আক্রমণ রাজনৈতিক সংকটকে আরও গভীর করতে পারে।