অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী শুরু হয়েছে মঙ্গলবার (১৯ নভেম্বর)। মেলবোর্ন কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই প্রদর্শনীতে ১০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে ৮টি প্রতিষ্ঠান তৈরি পোশাকসামগ্রী প্রদর্শন করছে। এছাড়া, আরও ২টি প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে অংশগ্রহণ করেছে।
প্রদর্শনীটি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ।
প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৪৫০টি উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেয়।
অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় ৯৩ শতাংশ তৈরি পোশাকসামগ্রী, যা দেশটির অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩৮তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
মেলবোর্নে আয়োজিত এই এক্সপো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে এবং রপ্তানি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রদর্শনীটি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ।
প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৪৫০টি উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেয়।
অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় ৯৩ শতাংশ তৈরি পোশাকসামগ্রী, যা দেশটির অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩৮তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
মেলবোর্নে আয়োজিত এই এক্সপো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে এবং রপ্তানি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।