মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে সরকারি খাসজমিতে দোকান নির্মাণের অভিযোগে প্রবাসী সায়েম খানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। সায়েম খানসহ তার পরিবারের সদস্যরা অভিযানে বাধা দিলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ারিয়া বাজারে দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল করে ৮ থেকে ১০টি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে প্রশাসন বেশ কয়েকবার নোটিশ দিলেও দখলদাররা তা অমান্য করেছেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, “সরকারি জমি রক্ষার জন্য আমরা অভিযান চালিয়েছি। সায়েম খান সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় দোকান নির্মাণ শুরু করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি জমি দখলকারীদের কারণে বাজার এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পরবর্তী সময়ে আদালতের স্থগিতাদেশ তুলে নিয়ে পুরো বাজার এলাকা থেকে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন।