প্রকৃতিতে শীতের আমেজ দেখা দিলেও বাজারে সবজির দামে খুব একটা পরিবর্তন আসেনি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগ সবজির দাম আগের মতোই রয়েছে।
বর্তমান বাজারের সবজির দাম:
. আলু: ৭০–৭৫ টাকা কেজি
. পেঁয়াজ: ১০০–১২০ টাকা কেজি
. ফুলকপি ও পাতাকপি: প্রতি পিস ৬০ টাকা
. কাঁচামরিচ: ১২০ টাকা কেজি
. লাউ: প্রতি পিস ৮০ টাকা
. কাঁচা পেঁপে: ৫০ টাকা কেজি
. শিম: ১২০ টাকা কেজি
. করলা: ৮০–১০০ টাকা কেজি
. পটল: ৬০ টাকা কেজি
. টমেটো: ১৫০ টাকা কেজি
কিছু সবজির দামে পরিবর্তন:
গত সপ্তাহে কুমড়োর দাম ছিল ৮০ টাকা কেজি, যা বর্তমানে ৬০ টাকা হয়েছে। একইভাবে বেগুনের দাম ৭০ টাকা থেকে কমে ৬০ টাকায় এসেছে। তবে বরবটি ও শসার দাম বেড়েছে। বরবটি ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি হয়েছে, শসার দাম ৬০ টাকা থেকে ১০০ টাকায় উঠেছে।
বিক্রেতা মশিউর বলেন, "বাজারে শীতের সবজির সরবরাহ ভালো আছে। শীত বাড়লে সরবরাহ আরো বাড়বে, তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।"
ক্রেতা নাইমুর বলেন, "আগে শীতের সবজি কম দামে কিনেছি। আশা করছি শীত আসলে দাম আরো কমবে, তখন স্বস্তি পাবো।"
বর্তমান বাজারের সবজির দাম:
. আলু: ৭০–৭৫ টাকা কেজি
. পেঁয়াজ: ১০০–১২০ টাকা কেজি
. ফুলকপি ও পাতাকপি: প্রতি পিস ৬০ টাকা
. কাঁচামরিচ: ১২০ টাকা কেজি
. লাউ: প্রতি পিস ৮০ টাকা
. কাঁচা পেঁপে: ৫০ টাকা কেজি
. শিম: ১২০ টাকা কেজি
. করলা: ৮০–১০০ টাকা কেজি
. পটল: ৬০ টাকা কেজি
. টমেটো: ১৫০ টাকা কেজি
কিছু সবজির দামে পরিবর্তন:
গত সপ্তাহে কুমড়োর দাম ছিল ৮০ টাকা কেজি, যা বর্তমানে ৬০ টাকা হয়েছে। একইভাবে বেগুনের দাম ৭০ টাকা থেকে কমে ৬০ টাকায় এসেছে। তবে বরবটি ও শসার দাম বেড়েছে। বরবটি ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি হয়েছে, শসার দাম ৬০ টাকা থেকে ১০০ টাকায় উঠেছে।
বিক্রেতা মশিউর বলেন, "বাজারে শীতের সবজির সরবরাহ ভালো আছে। শীত বাড়লে সরবরাহ আরো বাড়বে, তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।"
ক্রেতা নাইমুর বলেন, "আগে শীতের সবজি কম দামে কিনেছি। আশা করছি শীত আসলে দাম আরো কমবে, তখন স্বস্তি পাবো।"