নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার রোববার (২৪ নভেম্বর) শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা।
নতুন সিইসি হিসেবে এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমান মাসুদ, তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিযুক্তি পেয়ে দায়িত্ব গ্রহণ করলেন।
এর আগে, ২১ নভেম্বর, নতুন সিইসি ও কমিশনারদের নিয়োগের ঘোষণা দেয় রাষ্ট্রপতি কার্যালয়। এ এস এম মো. নাসির উদ্দীন পূর্বে সচিব পদে দায়িত্ব পালন করেছেন। অন্য চারজন সদস্যও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন নির্বাচন কমিশনের নেতৃত্বে আগামী দিনের নির্বাচন কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতার প্রত্যাশা করছেন দেশবাসী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা।
নতুন সিইসি হিসেবে এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমান মাসুদ, তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিযুক্তি পেয়ে দায়িত্ব গ্রহণ করলেন।
এর আগে, ২১ নভেম্বর, নতুন সিইসি ও কমিশনারদের নিয়োগের ঘোষণা দেয় রাষ্ট্রপতি কার্যালয়। এ এস এম মো. নাসির উদ্দীন পূর্বে সচিব পদে দায়িত্ব পালন করেছেন। অন্য চারজন সদস্যও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন নির্বাচন কমিশনের নেতৃত্বে আগামী দিনের নির্বাচন কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতার প্রত্যাশা করছেন দেশবাসী।