রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভকারীদের অবস্থান লক্ষ্য করা গেছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ ঘিরে পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানিয়েছেন, বিক্ষোভকারীরা কী কারণে অবস্থান নিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে একই জায়গায় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অনুরোধ করলেও বিক্ষোভকারীরা সরে না যাওয়ায় সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।
এসময় বিক্ষোভকারীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশের ছয় সদস্য আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রথম আলো কার্যালয়ের সামনে ও আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানিয়েছেন, বিক্ষোভকারীরা কী কারণে অবস্থান নিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে একই জায়গায় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অনুরোধ করলেও বিক্ষোভকারীরা সরে না যাওয়ায় সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।
এসময় বিক্ষোভকারীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশের ছয় সদস্য আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রথম আলো কার্যালয়ের সামনে ও আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।