পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার (৩০ নভেম্বর) রাতে শেখ কামাল সেতু এলাকায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পরিবহন করা মাছ বহনের দায়ে তিনটি বাসের মালিক পক্ষকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা ১৭টি ডোবা থেকে নিষিদ্ধ এই জাটকা ইলিশ জব্দ করেন।
উদ্ধারকৃত মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। তবে অভিযানে জব্দকৃত বৈধ সামুদ্রিক মাছ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, "মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। পরিবহনকারী চালক এবং হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ধরনের অভিযান অবৈধ মৎস্য আহরণ ও পরিবহন বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা ১৭টি ডোবা থেকে নিষিদ্ধ এই জাটকা ইলিশ জব্দ করেন।
উদ্ধারকৃত মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। তবে অভিযানে জব্দকৃত বৈধ সামুদ্রিক মাছ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, "মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। পরিবহনকারী চালক এবং হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ধরনের অভিযান অবৈধ মৎস্য আহরণ ও পরিবহন বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।