শ্বেতপত্র: ১০ শতাংশ মানুষের হাতে ৮৫ শতাংশ সম্পদ

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০১:০৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:০৩:০৭ অপরাহ্ন
শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, দেশের মোট সম্পদের ৮৫ শতাংশ মাত্র ১০ শতাংশ মানুষের নিয়ন্ত্রণে। এ পরিস্থিতি ‘চামচা পুঁজিবাদ’ থেকে ‘চোরতন্ত্রে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
 
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়ন বাজেটের প্রায় ৪০ শতাংশ অর্থ লুটপাটের শিকার হয়েছে। প্রতিটি খাতে লুটপাট এবং দুর্নীতি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে, মেগা প্রকল্পগুলোর ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের ওপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে।
 
প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হচ্ছে। রাজস্ব বোর্ডের কার্যক্রমে অসংগতি এবং কর ব্যবস্থার জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচন থেকে স্বচ্ছতার জায়গা নষ্ট হয়েছে। এতে স্থানীয় সরকার এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী জাতীয় বাজেটের মাধ্যমে এসব উদ্যোগ স্পষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : [email protected]

মোবাইল : +8801722328090