গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হয়েছেন ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকালে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
সকালে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে পেছন দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ধাক্কার ফলে বাসটি সামনের দিকে থাকা একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন মা এন্টারপ্রাইজের বাসমালিক ইলিয়াস কাজী (৫৫), যিনি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং যশোরের মনিরামপুর এলাকার মাসুম মিয়া (৪৫)। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং আশেপাশে থাকা মানুষজন আহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের কাজ চলছে।
এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দাবি করেছেন।
সকালে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে পেছন দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ধাক্কার ফলে বাসটি সামনের দিকে থাকা একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন মা এন্টারপ্রাইজের বাসমালিক ইলিয়াস কাজী (৫৫), যিনি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং যশোরের মনিরামপুর এলাকার মাসুম মিয়া (৪৫)। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং আশেপাশে থাকা মানুষজন আহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের কাজ চলছে।
এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দাবি করেছেন।