কোরিয়ার অভিনয়জগত আবারও শোকের ছায়ায়। থাইল্যান্ডে রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়ার মর্মান্তিক মৃত্যুর কয়েকদিনের মধ্যেই চীনে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে। গত ২৯ নভেম্বর চীনে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
অভিনেতার সংস্থা "বিগ টাইটেল" সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, "অভিনয়কে ভালোবাসতেন একজন সুদর্শন অভিনেতা আমাদের মাঝে আর নেই। আমরা আর তার অভিনয় দেখতে পাব না ঠিকই, তবে তাকে সবসময় মনে রাখব।"
পার্কের ছোট ভাই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, "আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন।"
বুধবার (৪ ডিসেম্বর) ইউহা সিউল হাসপাতালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
১৯৯২ সালে জন্মগ্রহণ করা পার্ক মিন জে অভিনয়ে তার মেধা ও সুদর্শন চেহারা দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ২০২১ সালে “আইডল: দ্য ক্যু” সিরিজের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর “কোরিয়া-খিতান ওয়্যার,” “মি.লি,” “স্ন্যাপ অ্যান্ড স্পার্ক,” “লিটল উইমেন” এবং “নাম্বারস”-সহ বেশ কয়েকটি সফল কোরিয়ান ড্রামায় অভিনয় করেছেন।
পার্কের অকালমৃত্যু কোরিয়ার বিনোদনজগতে অপূরণীয় ক্ষতি। ভক্তরা সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।