বীরগঞ্জে হেরিটেজ স্লিপার কোচ ও ট্রাকের সংঘর্ষে প্রাণহানি

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ১০:২৮:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৪ ১০:২৮:৫০ পূর্বাহ্ন
শুক্রবার সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় ঘটে গেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি হেরিটেজ স্লিপার কোচ ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।



প্রত্যক্ষদর্শীদের মতে, কোচটি দ্রুত গতিতে যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে আসায় দুই যানবাহনের সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : [email protected]

মোবাইল : +8801722328090