শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৬:২৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৬:২৭:০৩ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত হয়েছে বিশেষ কোরআন খানি, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। এ সময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতার জন্য তাদের অবদানের কথা স্মরণ করা হয়। তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আয়োজনের মাধ্যমে জাতি মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য জীবনদানকারী মহান আত্মত্যাগীদের প্রতি সম্মান প্রদর্শন করে। দেশের সার্বিক উন্নয়ন ও শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : [email protected]

মোবাইল : +8801722328090