তাবলিগ জামাতের ভেতরে বিভাজন নিরসন এক মিনিটে সম্ভব বলে মন্তব্য করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ আয়োজন নিয়ে দিনভর কাজ শেষে রাতে সাদপন্থি নামে একটি দল টঙ্গী ময়দানে হামলা চালায়। সেই হামলায় তিনজন নিহত হন এবং শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, তাদের রেখে যাওয়া ডকুমেন্টে হামলার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।
হাবিবুল্লাহ রায়হান জানান, হামলার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও অভিযোগ করেন, তৃতীয় একটি পক্ষ তাবলিগ জামাতের অভ্যন্তরে ঢুকে এর ঐতিহ্যবাহী মেহনতকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন, তাবলিগ জামাত অরাজনৈতিক এবং এর সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই।
তাবলিগ জামাতের এই বিভাজনের পেছনে তিনটি প্রধান কারণ আছে বলে মন্তব্য করেন তিনি। তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ আয়োজন নিয়ে দিনভর কাজ শেষে রাতে সাদপন্থি নামে একটি দল টঙ্গী ময়দানে হামলা চালায়। সেই হামলায় তিনজন নিহত হন এবং শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, তাদের রেখে যাওয়া ডকুমেন্টে হামলার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।
হাবিবুল্লাহ রায়হান জানান, হামলার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও অভিযোগ করেন, তৃতীয় একটি পক্ষ তাবলিগ জামাতের অভ্যন্তরে ঢুকে এর ঐতিহ্যবাহী মেহনতকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন, তাবলিগ জামাত অরাজনৈতিক এবং এর সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই।
তাবলিগ জামাতের এই বিভাজনের পেছনে তিনটি প্রধান কারণ আছে বলে মন্তব্য করেন তিনি। তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি।