দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষ সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। প্রথমবারের মতো বিওএ আজ (শুক্রবার) ম্যারাথন আয়োজন করেছে। ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে বিওএ ম্যারাথনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী।
এলিট ২১.১০ কিমি. ক্যাটাগরির পুরুষ বিভাগে মো. আল আমিন (১:১১:৪৩.৩২), মহিলা বিভাগে পাপিয়া খাতুন (১:৩৬:৩০.৪২), সাধারণ ২১.১০ কিমি. ক্যাটাগরির পুরুষ বিভাগে মোহাম্মদ সুজন (১:২১:০০.৪৯) এবং মহিলা বিভাগে জান্নাতুল নাঈম (১:৫২:৪৫.০১), সাধারণ ১০.০০ কিমি. ক্যাটাগরির পুরুষ বিভাগে মিরাজ মোল্লা (০০:৩৬:০৪.৮৪) এবং মহিলা বিভাগে মোছা. সামিয়া (০০:৪৭:৪৯.২৪) প্রথম স্থান অর্জন করেছেন। প্রথম স্থান অর্জনকারীরা পেয়েছেন দুই লাখ টাকা আর্থিক পুরস্কার। এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে বিভিন্ন স্থান অর্জনকারীদের জন্যও ছিল আর্থিক পুরস্কার। ম্যারাথনটিতে দৌড়বিদরা হাফ ম্যারাথন বা ২১.১০ কিমি. এবং ১০.০০ কিমি.–এর দুটি দৌড় প্রতিযোগিতায় এলিট, সাধারণ ও ভেটেরান ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে এ ম্যারাথনে আংশগ্রহণ করেছেন মোট ৫,১১৬ জন দৌড়বিদ। অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট, মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়। ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তিনি ‘বিওএ ম্যারাথন’-এর উদ্বোধন করেন।
ম্যারাথন শেষে পুরস্কার প্রদান করেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিওএ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুরষ্কার প্রদান শেষে বিওএ’র সভাপতি এবং সেনাপ্রধান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ম্যারাথনের দ্বিতীয় আসরটি চট্টগ্রামে আয়োজন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।
এলিট ২১.১০ কিমি. ক্যাটাগরির পুরুষ বিভাগে মো. আল আমিন (১:১১:৪৩.৩২), মহিলা বিভাগে পাপিয়া খাতুন (১:৩৬:৩০.৪২), সাধারণ ২১.১০ কিমি. ক্যাটাগরির পুরুষ বিভাগে মোহাম্মদ সুজন (১:২১:০০.৪৯) এবং মহিলা বিভাগে জান্নাতুল নাঈম (১:৫২:৪৫.০১), সাধারণ ১০.০০ কিমি. ক্যাটাগরির পুরুষ বিভাগে মিরাজ মোল্লা (০০:৩৬:০৪.৮৪) এবং মহিলা বিভাগে মোছা. সামিয়া (০০:৪৭:৪৯.২৪) প্রথম স্থান অর্জন করেছেন। প্রথম স্থান অর্জনকারীরা পেয়েছেন দুই লাখ টাকা আর্থিক পুরস্কার। এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে বিভিন্ন স্থান অর্জনকারীদের জন্যও ছিল আর্থিক পুরস্কার। ম্যারাথনটিতে দৌড়বিদরা হাফ ম্যারাথন বা ২১.১০ কিমি. এবং ১০.০০ কিমি.–এর দুটি দৌড় প্রতিযোগিতায় এলিট, সাধারণ ও ভেটেরান ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে এ ম্যারাথনে আংশগ্রহণ করেছেন মোট ৫,১১৬ জন দৌড়বিদ। অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট, মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়। ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তিনি ‘বিওএ ম্যারাথন’-এর উদ্বোধন করেন।
ম্যারাথন শেষে পুরস্কার প্রদান করেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিওএ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুরষ্কার প্রদান শেষে বিওএ’র সভাপতি এবং সেনাপ্রধান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ম্যারাথনের দ্বিতীয় আসরটি চট্টগ্রামে আয়োজন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।