বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। তবে মাঠের খেলা শুরু হওয়ার আগেই বিপিএলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে মিউজিক ফেস্ট দিয়ে। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে আয়োজিত হয় জমকালো বিপিএল মিউজিক ফেস্ট।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, “খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা যে ফাইনালি ২০২৫-এর বিপিএলের খুব কাছাকাছি পৌঁছে গেছি। খেলা শুরু হবে ৩০ তারিখ, আর আজ মিউজিক ফেস্ট দিয়ে তার শুরু হলো।”
তিনি আরও জানান, “বিপিএলের এবারের আসরে নতুন থিম সং ও গ্রাফিতি উন্মোচন করা হয়েছে। শহীদদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। আশা করি, এবারের আসর সবার কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “একটি দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের অংশ হিসেবে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। বিপিএলকেও নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এবারের আসর দর্শকদের মুগ্ধ করবে।”
বিপিএল মিউজিক ফেস্টে উপস্থিত দর্শকদের মাঝে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস। বিপিএলের এই নতুন ধারার সূচনা বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সবাই।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, “খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা যে ফাইনালি ২০২৫-এর বিপিএলের খুব কাছাকাছি পৌঁছে গেছি। খেলা শুরু হবে ৩০ তারিখ, আর আজ মিউজিক ফেস্ট দিয়ে তার শুরু হলো।”
তিনি আরও জানান, “বিপিএলের এবারের আসরে নতুন থিম সং ও গ্রাফিতি উন্মোচন করা হয়েছে। শহীদদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। আশা করি, এবারের আসর সবার কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “একটি দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের অংশ হিসেবে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। বিপিএলকেও নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এবারের আসর দর্শকদের মুগ্ধ করবে।”
বিপিএল মিউজিক ফেস্টে উপস্থিত দর্শকদের মাঝে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস। বিপিএলের এই নতুন ধারার সূচনা বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সবাই।