সবার সামনে থেকে একা দৌড়ে এগিয়ে যাওয়ার মাস্টারক্লাস? তামিরাত তোলার দৌড় দেখে তা বলাই যায়'।
প্যারিসে আজ ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন তামিরাত'।
তবে অলিম্পিক ম্যারাথনে দুবারের চ্যাম্পিয়ন কেনিয়ার এলিউড কিপচোগে ম্যারাথনে নেমে পরে নিজেকে দৌড় থেকে সরিয়ে নেন। তাতে অলিম্পিক ম্যারাথনে তাঁর টানা তৃতীয় সোনা জয় করা হলো না'।
রুপাজয়ী বেলজিয়ামের সোমালি বংশোদ্ভূত বশির আবদির (২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড) চেয়ে ২১ সেকেন্ড আগে দৌড় শেষ করেন তামিরাত'।
টোকিও, বোস্টন এবং শিকাগো ম্যারাথনজয়ী কেনিয়ার বেনসন কিপরুতো ২ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। আগামীকাল ৩৩ বছরে পা রাখতে যাওয়া তোলা জয়ের পর বলেছেন, ধন্যবাদ প্যারিস! আমি আজ সুখী।
২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখন আমি অলিম্পিক চ্যাম্পিয়ন। এটাই আমার জীবনের সেরা দিন। এটাই ছিল আমার লক্ষ্য।
প্যারিসে আজ ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন তামিরাত'।
তবে অলিম্পিক ম্যারাথনে দুবারের চ্যাম্পিয়ন কেনিয়ার এলিউড কিপচোগে ম্যারাথনে নেমে পরে নিজেকে দৌড় থেকে সরিয়ে নেন। তাতে অলিম্পিক ম্যারাথনে তাঁর টানা তৃতীয় সোনা জয় করা হলো না'।
রুপাজয়ী বেলজিয়ামের সোমালি বংশোদ্ভূত বশির আবদির (২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড) চেয়ে ২১ সেকেন্ড আগে দৌড় শেষ করেন তামিরাত'।
টোকিও, বোস্টন এবং শিকাগো ম্যারাথনজয়ী কেনিয়ার বেনসন কিপরুতো ২ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। আগামীকাল ৩৩ বছরে পা রাখতে যাওয়া তোলা জয়ের পর বলেছেন, ধন্যবাদ প্যারিস! আমি আজ সুখী।
২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখন আমি অলিম্পিক চ্যাম্পিয়ন। এটাই আমার জীবনের সেরা দিন। এটাই ছিল আমার লক্ষ্য।