জাতীয় নির্বাচনে ‘যুক্তফ্রন্ট’ গঠনের আহ্বান সিপিবি নেতা সেলিমের

আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:৫৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:৫৭:১৩ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাম, প্রগতিশীল ও উদারনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ‘যুক্তফ্রন্ট’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "কেবল মেহনতি মানুষের রক্ত দিয়ে অন্যরা ক্ষমতা ভোগ করবে, তা আর হবে না। এবার জনগণ নিজেদের ঘরে বিজয়ের ফসল তুলে নেবে।"

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আয়োজিত ‘ঢাকা সমাবেশে’ তিনি এসব কথা বলেন। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল:

  • জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার
  • নিত্যপণ্যের দাম কমানো
  • শোষণমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গঠন
  • ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “প্রতিবাদ আর সমালোচনা করে কোনো লাভ নেই। নিজেদের সরকার গঠন করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি বামপন্থী এবং উদারনৈতিক রাজনৈতিক দলগুলোর জন্য নতুন যুক্তফ্রন্ট গঠনের পরামর্শ দেন এবং বলেন, "নৌকা, ধানের শীষ, লাঙ্গল—এই প্রতীকগুলোকে বাদ দিয়ে নতুন প্রতীকে ঐক্যবদ্ধ হতে হবে।"

 তিনি আরো বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক দলের ফসল নয়। এটি ১৫ বছরের শ্রমিক-জনতার সংগ্রামের ফল।" সেলিম দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করে আওয়ামী লীগ এটি রাজনৈতিক লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে।

 মুজাহিদুল ইসলাম সেলিম জামায়াতের বিরুদ্ধে সতর্ক করে বলেন, "১৯৭১ সালে আত্মসমর্পণকারী রাজনৈতিক অক্সিলারি ফোর্স হিসেবে জামায়াতের এই দেশে কোনো অধিকার নেই।"

 সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত প্রদীপ ভৌমিকের পুত্র সুজন ভৌমিকও বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : [email protected]

মোবাইল : +8801722328090