কিডনি দানে মায়ের স্নেহে বেঁচে গেলেন ছেলে

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৮:৩৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৮:৩৯:১২ অপরাহ্ন

মায়ের আত্মত্যাগের মাধ্যমে নতুন জীবন পেলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা অপূর্ব মিয়া (২৭)। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অপূর্ব'র শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয় তার মা জোসনা আক্তারের (৫২) একটি কিডনি।

অপূর্ব'র চাচাতো ভাই জামিল হোসেন কাজল জানান, প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর অপূর্ব এবং তার মা বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে এবং তারা দুজনেই আশঙ্কামুক্ত। তবে সম্পূর্ণ সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।

অপূর্ব মিয়ার পরিবার জানায়, তিন ভাই ও এক বোনের মধ্যে অপূর্ব বড়। পরিবার চালাতে স্থানীয় বেখৈরহাটি বাজারে পোল্ট্রি মুরগির ব্যবসা করতেন তিনি। চার মাস আগে হঠাৎ করেই তার রক্তচাপ বেড়ে যায়, যা তার দুটি কিডনিই বিকল হওয়ার কারণ হিসেবে চিহ্নিত হয়।

চিকিৎসকরা জানান, অপূর্ব'র জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন ছিল। এ অবস্থায় মা জোসনা আক্তার ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের এ আত্মত্যাগ ও ভালোবাসার গল্প সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

অপূর্ব'র চিকিৎসা সফল হওয়ায় তার পরিবার ও এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, অপূর্ব দ্রুত সুস্থ হয়ে আবার তার স্বাভাবিক জীবনে ফিরবেন।

এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে মানুষের মধ্যে কিডনি দান এবং অঙ্গ প্রতিস্থাপন নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : [email protected]

মোবাইল : +8801722328090