চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৫ বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নাম পুনঃলিখন করা হয়েছে। ২০১৮ সালের ৪ ডিসেম্বর তৎকালীন চবি ছাত্রলীগের নেতাকর্মীরা এই হলের নামফলক তুলে ফেলেন। ফলে দীর্ঘদিন ধরে নামহীন অবস্থায় ছিল হলটি।
গত ৫ সেপ্টেম্বর চবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা হলের নাম পুনরায় লেখেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং গণ-আন্দোলনের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়।
মামুনুর রশীদ মামুন বলেন, "বেগম খালেদা জিয়ার নাম এ দেশের মানুষের মণিকোঠায় রয়েছে। কেউ তা মুছে দিতে পারবে না।" তিনি আরও জানান, ২০১৮ সালে ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মীরা হলটির নামফলক মুছে দিয়ে এর পরিবর্তে 'বীর প্রতীক তারামন বিবি’র নামে নামকরণের দাবি তোলেন। তবে সাধারণ শিক্ষার্থীদের চাপে তা আর কার্যকর হয়নি।
পুনঃলিখনের সময় ছাত্রদলের আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে চারুকলা ছাত্রদলের মেহেদী হাসান, ফরহাদ হোসেন সুমন, আনাস মাহাদী, ও আল মাসরুর ফাহিম উল্লেখযোগ্য।
ঘটনাপ্রবাহের সংক্ষিপ্ত বিবরণ:
- ২০১৮ সালের ৪ ডিসেম্বর: চবি ছাত্রলীগের নেতাকর্মীরা খালেদা জিয়া হলের নামফলক উপড়ে ফেলেন।
- ৫ বছরের দীর্ঘ বিরতি: হলটি ছিল নামহীন।
- ৫ সেপ্টেম্বর ২০২4: ছাত্রদলের নেতৃত্বে গণ-আন্দোলনের পর নাম পুনরায় লেখা হয়।