
দিনাজপুর, ৫ জুলাই ২০২৫: দিনাজপুরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুন ও পরবর্তীতে বিস্ফোরণে অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের কালীতলা এলাকার মাহবুব রহমানের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর টিভির অনুসন্ধানে উঠে এসেছে যে, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা হলেন রিয়াজ উদ্দিন (২০), রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), তার ছেলে স্বচ্ছ (১৩) এবং সজীব (২৬) নামের এক শিক্ষার্থী।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন দুপুরে ওই বাড়িতে একটি নতুন গ্যাস সিলিন্ডার আনা হয়। সিলিন্ডারটি সংযোগ করার পর থেকেই লিকেজের সমস্যা দেখা দেয়। বেশ কয়েকজন মিলে সেই লিকেজ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। এই চেষ্টার একপর্যায়ে সিলিন্ডারটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত ৮ জন গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী দিনাজপুর টিভিকে জানিয়েছেন, দগ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি ৭ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।