
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবার (০৭ জুলাই )বিকালে উপজেলার ঝাড়বাড়ী কামার পট্টির আয়োজনে এবং এফডিএ ঝাড়বাড়ীর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতাটি এলাকার একটি বহু পুরনো ঐতিহ্য হিসেবে পরিচিত। প্রতি বছরই এ প্রতিযোগিতায় অংশ নিতে দিনাজপুরসহ আশপাশের জেলা থেকেও আগমন ঘটে নামীদামী ঘোড়া ও দক্ষ সওয়ারদের।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবী, যুবকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমায় হাজারো দর্শক। নানা বয়সী মানুষের উপস্থিতি ঘোড়দৌড় প্রতিযোগিতাটিকে রূপ দেয় এক উৎসবমুখর মিলনমেলায়।
স্থানীয় আয়োজকরা জানান, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার একটি প্রয়াসও। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
ঘোড়দৌড় প্রতিযোগিতাটি এলাকার একটি বহু পুরনো ঐতিহ্য হিসেবে পরিচিত। প্রতি বছরই এ প্রতিযোগিতায় অংশ নিতে দিনাজপুরসহ আশপাশের জেলা থেকেও আগমন ঘটে নামীদামী ঘোড়া ও দক্ষ সওয়ারদের।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবী, যুবকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমায় হাজারো দর্শক। নানা বয়সী মানুষের উপস্থিতি ঘোড়দৌড় প্রতিযোগিতাটিকে রূপ দেয় এক উৎসবমুখর মিলনমেলায়।
স্থানীয় আয়োজকরা জানান, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার একটি প্রয়াসও। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।