নারায়ণগঞ্জে লুট হওয়া ৪ অস্ত্র উদ্ধার

আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ১২:৫৩:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:১৯:৪০ অপরাহ্ন
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাতে বন্দরের নবীগঞ্জ পাবলিক টয়লেটের সামনে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর আগে সেখানে অজ্ঞাত লোকজন দুটি বস্তা ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন।এসময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শুটিং বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো রাইফেল ক্লাবের বলে নিশ্চিত করেন। লুট করা ৪টি অস্ত্র শুটিংয়ের প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে বলে জানান তিনি।

পরবর্তীতে ঘটনাস্থলে র‌্যাব ১১-এর একটা টিম এসে অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জাগো নিউজকে বলেন, চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 ধারণা করা হচ্ছে এগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র। এগুলো আপাতত আমাদের হেফাজতে থাকবে। সেই সঙ্গে রাইফেল ক্লাব কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রমাণ দিলে যাচাই-বাছাই সাপেক্ষে হস্তান্তর করা হবে।

পরবর্তীতে ঘটনাস্থলে র‌্যাব ১১-এর একটা টিম এসে অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জাগো নিউজকে বলেন, চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 ধারণা করা হচ্ছে এগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র। এগুলো আপাতত আমাদের হেফাজতে থাকবে। সেই সঙ্গে রাইফেল ক্লাব কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রমাণ দিলে যাচাই-বাছাই সাপেক্ষে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও প্রধান সম্পাদক: দুলাল হোসেন


অফিস :

প্রধান কার্যালয়: মৌচাক-১৭৫১, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা।

ইমেইল : dinajpurnewstv@gmail.com

মোবাইল : +8801722328090