প্যারিস অলিম্পিকে সোনা ও রুপা মিলিয়ে দুটি পদক জিতেছে বতসোয়ানা। তাদের অলিম্পিক দল দেশে ফিরবে আজ।
প্যারিসে তেবোগোর ব্যক্তিগত সোনা জয় ছাড়াও ছেলেদের ৪x৪০০ মিটার রিলে দৌড়ে রুপা জিতেছে বতসোয়ানা। অলিম্পিকে এ নিয়ে মোট চারটি পদক জিতল দেশটি।
গত বৃহস্পতিবার ছেলেদের ২০০ মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রের কেনি বেডনারেক ও নোয়াহ লাইলসকে হারিয়ে সোনা জেতেন তেবোগো।
আফ্রিকান রেকর্ড ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ২০০ মিটার দৌড়ে প্রথম আফ্রিকান হিসেবে সোনা জেতেন ২১ বছর বয়সী এই অ্যাথলেট।
প্যারিসে তেবোগোর ব্যক্তিগত সোনা জয় ছাড়াও ছেলেদের ৪x৪০০ মিটার রিলে দৌড়ে রুপা জিতেছে বতসোয়ানা। অলিম্পিকে এ নিয়ে মোট চারটি পদক জিতল দেশটি।
গত বৃহস্পতিবার ছেলেদের ২০০ মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রের কেনি বেডনারেক ও নোয়াহ লাইলসকে হারিয়ে সোনা জেতেন তেবোগো।
আফ্রিকান রেকর্ড ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ২০০ মিটার দৌড়ে প্রথম আফ্রিকান হিসেবে সোনা জেতেন ২১ বছর বয়সী এই অ্যাথলেট।