মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। ফেসবুকের চ্যাটের জন্য আছে মেটার অ্যাপ মেসেঞ্জার। এই অ্যাপে অনেকের সঙ্গেই কথা বলছেন।
মেটা তার অ্যাপগুলোতে গোপনীয়তার জন্য অসংখ্য ফিচার যুক্ত করেছে। মেসেঞ্জারে অনেকেই চান তার মেসেজগুলো যেন অন্য কেউ দেখতে না পান। এজন্য লকড করে রাখতে পারেন।
আবার চাইলে আপনার জরুরি চ্যাটগুলো পিন করেও রাখতে পারবেন। সেই ইচ্ছা পূরণ করতেই মেটা মেসেঞ্জারে ফিচার যুক্ত করেছে।দেখে নিন কাজটি কীভাবে করবেন-
>> প্রথমে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।
>> যে কথোপকথনটি পিন করতে হবে, তা খুঁজে পেতে চ্যাট তালিকার মাধ্যমে স্ক্রোল করতে হবে। কথোপকথন থেকে পরিচিতির নাম বা কিওয়ার্ড টাইপ করে চ্যাটটি দ্রুত শনাক্ত করতে, উপরে থাকা সার্চ বারটিও ব্যবহার করা যেতে পারে।
>> এবার মেসেজটি বা চ্যাটটি ওপেন করুন।
>> ইউজারের নামের উপর ক্লিক করুন।
>> এবার এখানে ভিউড পিন মেসেজ অপশন পাবেন, ক্লিক করে দিন।>> প্রথমে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।
>> যে কথোপকথনটি পিন করতে হবে, তার ডানদিকে সোয়াইপ করতে হবে। বিকল্প সহ একটি মেনু প্রদর্শিত হবে।
>> চ্যাট তালিকার শীর্ষে কথোপকথনটি পিন করতে ‘পিন’ অপশনে ক্লিক করতে হবে
মেটা তার অ্যাপগুলোতে গোপনীয়তার জন্য অসংখ্য ফিচার যুক্ত করেছে। মেসেঞ্জারে অনেকেই চান তার মেসেজগুলো যেন অন্য কেউ দেখতে না পান। এজন্য লকড করে রাখতে পারেন।
আবার চাইলে আপনার জরুরি চ্যাটগুলো পিন করেও রাখতে পারবেন। সেই ইচ্ছা পূরণ করতেই মেটা মেসেঞ্জারে ফিচার যুক্ত করেছে।দেখে নিন কাজটি কীভাবে করবেন-
>> প্রথমে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।
>> যে কথোপকথনটি পিন করতে হবে, তা খুঁজে পেতে চ্যাট তালিকার মাধ্যমে স্ক্রোল করতে হবে। কথোপকথন থেকে পরিচিতির নাম বা কিওয়ার্ড টাইপ করে চ্যাটটি দ্রুত শনাক্ত করতে, উপরে থাকা সার্চ বারটিও ব্যবহার করা যেতে পারে।
>> এবার মেসেজটি বা চ্যাটটি ওপেন করুন।
>> ইউজারের নামের উপর ক্লিক করুন।
>> এবার এখানে ভিউড পিন মেসেজ অপশন পাবেন, ক্লিক করে দিন।>> প্রথমে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।
>> যে কথোপকথনটি পিন করতে হবে, তার ডানদিকে সোয়াইপ করতে হবে। বিকল্প সহ একটি মেনু প্রদর্শিত হবে।
>> চ্যাট তালিকার শীর্ষে কথোপকথনটি পিন করতে ‘পিন’ অপশনে ক্লিক করতে হবে