বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে ১২ সদস্যের বোর্ড পুনর্গঠন–সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। পুনর্গঠনের আদেশের বৈধতা নিয়ে করা পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন বিষয়ে ২০২২ সালের ১৬ আগস্ট আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আগের বোর্ড ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেওয়া হয়। পুনর্গঠিত বোর্ডে বাদ পড়েন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এম এ কাশেম, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।
ট্রাস্টি বোর্ড পুনর্গঠন–সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাদ পড়া সাবেক ছয় সদস্য হাইকোর্টে পৃথক দুটি রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমাম হোসেন ও কাজী আখতার হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনুন নাহার সিদ্দিকা।
আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী কাজী আখতার হোসাইন আজ প্রথম আলোকে বলেন, ১২ সদস্যের বোর্ড পুনর্গঠন–সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে পুর্নগঠিত ১২ সদস্যের বোর্ডের কার্যক্রম স্থগিত থাকছে।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন বিষয়ে ২০২২ সালের ১৬ আগস্ট আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আগের বোর্ড ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেওয়া হয়। পুনর্গঠিত বোর্ডে বাদ পড়েন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এম এ কাশেম, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।
ট্রাস্টি বোর্ড পুনর্গঠন–সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাদ পড়া সাবেক ছয় সদস্য হাইকোর্টে পৃথক দুটি রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমাম হোসেন ও কাজী আখতার হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনুন নাহার সিদ্দিকা।
আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী কাজী আখতার হোসাইন আজ প্রথম আলোকে বলেন, ১২ সদস্যের বোর্ড পুনর্গঠন–সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে পুর্নগঠিত ১২ সদস্যের বোর্ডের কার্যক্রম স্থগিত থাকছে।