গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে ইবরাহিম মুহারাব নামের এক সাংবাদিক নিহত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের সংবাদমাধ্যম প্যালেস্তাইন ক্রনিকল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই সাংবাদকর্মীর মরদেহ গতকাল গাজার দক্ষিণের শহর খান ইউনিসের নেসার হাসপাতালে নেয়া হয়েছে। গত রোববার এ হামলার ঘটনা ঘটেছে।ইবরাহিম মুহারাব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিকদের জোট। গাজায় সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ তাদের।ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২৪ ফিলিস্তিনি গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের মতে নিহত সাংবাদিকের সংখ্যাটি ১৬৯।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই সাংবাদকর্মীর মরদেহ গতকাল গাজার দক্ষিণের শহর খান ইউনিসের নেসার হাসপাতালে নেয়া হয়েছে। গত রোববার এ হামলার ঘটনা ঘটেছে।ইবরাহিম মুহারাব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিকদের জোট। গাজায় সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ তাদের।ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২৪ ফিলিস্তিনি গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের মতে নিহত সাংবাদিকের সংখ্যাটি ১৬৯।